১৩ জেলার পুলিশ সুপারসহ ৪৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়াসহ ১৩ জেলার পুলিশ সুপারসহ অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

১৩ জেলার পুলিশ সুপাররা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাদের অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

বদলি হওয়া ৪৮ কর্মকর্তার মধ্যে ৪৭ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার কর্মকর্তা রয়েছেন।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।