সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে দুদকে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৩ অক্টোরব সকাল ১০টায় তাকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আগামী ২৩ অক্টোরব সকাল ১০টায় তাকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাকে এ বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, কোভিডের সময় প্রশিক্ষণ না করিয়ে বিল উত্তোলন এবং কাজ না করেই টিআর, কাবিখার মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থআত্মসাতের অভিযোগ আনা হয়ে দুদকে।

এসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।