১১ টাকায় ডিম কিনে ১৫ টাকায় বিক্রি, বিক্রেতাকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৪
রাজধানীর কালসী এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

কোম্পানির কাছ থেকে ১১ টাকায় প্রতিটি ডিম কিনে সেগুলো ১৫ টাকা করে বিক্রি করছিলেন এক খুচরা বিক্রেতা। এ অভিযোগে ওই খুচরা বিক্রেতাকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর পল্লবী থানার কালসী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, টেম্পু স্ট্যান্ডে থাকা রিফাত এন্টারপ্রাইজ ১১ টাকা দরে ডায়মন্ড এগ কোম্পানি থেকে ডিম কিনে ১৫ টাকা দরে বিক্রি করছে। প্রতিষ্ঠানটি ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশমেমো সংরক্ষণ করছে না। ছিল না মূল্য তালিকাও।

আরও পড়ুন

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানাসহ মাইকিং করে সব ডিম সরকার নির্ধারিত দামে (১১ টাকা ৮৭ পয়সা) উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

এনএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।