পূজামণ্ডপে ‘ইসলামি গান’: জামিন পেলেন সেই দুই শিল্পী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জেএমসেন হলের পূজামণ্ডপে ‘ইসলামি গান’ পরিবেশনের ঘটনায় গ্রেফতার দুই শিল্পীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

তারা হলেন- চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, দুই আসামি পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গিয়েছিলেন। মঞ্চে ওঠার আগে তাদের নাম ঘোষণা করা হয়। আর গান পরিবেশনের পর তাদের ধন্যবাদও দেওয়া হয়। এতে শিল্পী হিসেবে তাদের দায় গৌণ। আদালত সার্বিক বিষয় আমলে নিয়ে তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের একটি মণ্ডপে ‘ইসলামি গান’ গাওয়া নিয়ে সমালোচনা তৈরি হয়। সেই গানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নানান আলোচনায় মাতেন নেটিজেনরা।

পরে শুক্রবার মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলা করেন। মামলায় পূজা কমিটির যুগ্ম সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্তসহ ছয় শিল্পীকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার হন শিল্পী শহীদুল করিম ও নুরুল ইসলাম।

এএজেড/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।