মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেফতার ৪
রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন, আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, মো. মিলন লাঠিয়াল ও মো. আ. আজিজ হাওলাদার।
তাদের কাছ থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৩ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (১২ অক্টোবর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় লোক মিরপুর মডেল থানার কল্যাণপুর ওভারব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
টিটি/এসএনআর/এএসএম