পূজামণ্ডপে হামলা-মন্দিরের সোনা চুরির ঘটনায় ভারতের উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১২ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার মাথার সোনা চুরির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত।

শনিবার (১২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক দুটি ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়ে এক বিবৃতিতে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে দেশটি।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে সোনা চুরির ঘটনা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। এগুলো দুঃখজনক। তারা (যারা এসব ঘটনা ঘটিয়েছে) একটি পদ্ধতিগত প্যাটার্ন অনুসরণ করে অপবিত্রতা তৈরি করে এবং মন্দির ও দেবতাদের ক্ষতি করে, গত কয়েকদিনের ঘটনা থেকে আমরা এটি লক্ষ্য করেছি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই সব সংখ্যালঘু এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করুন। বিশেষ করে এ শুভ উৎসবের সময়ে নিরাপত্তা নিশ্চিত করুন।

আইএইচআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।