পূজামণ্ডপে ছিনতাই
জড়িতদের বিচার দাবিতে তাঁতীবাজারে সড়ক অবরোধ
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ছিনতাইকারীদের হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাঁতীবাজার গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের একজন বাবুল বণিক বলেন, ‘দুষ্কৃতকারীরা আমাদের পূজামণ্ডপে হামলা করেছে। এই হামলাকে ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
- আরও পড়ুন
তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য বস্তু নিক্ষেপ, ৩ জন আটক
পূজামণ্ডপে হামলা, আহতদের দেখতে হাসপাতালে তথ্য উপদেষ্টা
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ছিনতাইকারীরা তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোলবোমাসদৃশ্য একটি বস্তু ছুড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত হয়নি।
পূজা উদযাপন কমিটির অভিযোগ, এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তাদের মণ্ডপে হামলা করা হয়েছে। পুলিশ এটাকে ছিনতাইয়ের ঘটনা বলছে।
এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।
জেএ/ইএ/জেআইএম