তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য বস্তু নিক্ষেপ, ৩ জন আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ পিএম, ১১ অক্টোবর ২০২৪
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাই ও পেট্রোলবোমা সদৃশ্য একটি বস্তু নিক্ষেপের ঘটনা ঘটে

রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ছিনতাইকারীরা পেট্রোলবোমা সদৃশ্য একটি বস্তু ছুড়ে মারেন। তবে সেটি বিস্ফোরিত হয়নি।

এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

জানা গেছে, তাঁতীবাজার পূজামণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টায় ৪ জনকে ছুরিকাঘাত করেন।

উদ্ধারকৃত পেট্রোলবোমা সদৃশ বস্তু

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান জাগো নিউজকে জানান, তাঁতীবাজার মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা একটি পেট্রোলবোমা সদৃশ্য বস্তু নিক্ষেপ করেন। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।

জানতে চাইলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে। তবে এখনো আমরা স্পষ্ট না যে এটি ছিনতাই নাকি অন্য ঘটনা।

বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আটক তিন ছিনতাইকারীদের হাতে কাঁচি ও ছুরি দেখতে পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

টিটি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।