ঢাকেশ্বরী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শারদীয় দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ডিএমপি কমিশনার রাজধানীর ঢাকেশ্বরী ও খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

ডিএমপি কমিশনার পূজা উদযাপন কমিটির নেতাসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজামণ্ডবগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

jagonews24

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। পূজা উদযাপন কমিটির নেতারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ও পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতাসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।