ঢাকার প্রায় ৫ লাখ ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৪
দেশে সবচেয়ে বেশি ভাসমান ভোটার ঢাকা বিভাগে/ ফাইল ছবি

ঢাকা অঞ্চলে ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ ভোটার। নির্বাচন কমিশনের এ অঞ্চলের ৬ জেলায় ভোটার স্থানান্তর হয়েছেন ৭ লাখ ৫৬ হাজার ১৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছেন ঢাকা জেলায়, ৪ লাখ ৯৭ হাজার ২২০ জন।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মাহবুবা মমতা হেনার সই করা এক হিসাব বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

হিসাব বিবরণী থেকে জানা যায়, সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছেন ঢাকা জেলার ৪ লাখ ৯৭ হাজার ২২০ জন। গাজীপুরে এক লাখ ৩০ হাজার ৩০৩ জন। সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছেন মানিকগঞ্জে ১৪ হাজার ৪৬৭ জন।

এছাড়া মুন্সিগঞ্জে ভোটার স্থানান্তর হয়েছেন ২১ হাজার ৩৮২ জন, নারায়ণগঞ্জে ৭৩ হাজার ৬৯১ জন। নরসিংদীতে ভোটার স্থানান্তর হয়েছেন ১৮ হাজার ৯৫৪ জন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভাসমান ভোটার ঢাকা বিভাগে। যেখানে ভাসমান ভোটার বেশি থাকবে সেখানে ভোটার স্থানান্তরের পরিমাণও বেশি হবে।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তবে হালনাগাদ কার্যক্রমের বাইরেও অনেকে ভোটার হয়েছেন। এক্ষেত্রে বর্তমানে প্রকৃত ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।

এমওএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।