ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সেজে প্রতারণা, ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১০ অক্টোবর ২০২৪

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সেজে হজফেরত ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করছেন মিজানুর রহমান নামে একব্যক্তি। তাই এ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মিজানুর রহমান নিজেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে ০১৩০৪-১৬০২৮০ মোবাইল নম্বর থেকে সাধারণ হজযাত্রী, যারা এর আগে হজে গিয়েছেন তাদের ফোন করে রিফান্ড হিসেবে অর্থফেরত দেওয়ার কথা জানাচ্ছে। ওই প্রতারণাকারী অর্থফেরত দেওয়ার কথা বলে সাধারণ হাজীদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (নগদ ও বিকাশ) তথ্য জানতে চাচ্ছে। এ বিষয়ে বিভিন্ন হজযাত্রী/হাজীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

এ নামে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা/কর্মচারী নেই বা এ মোবাইল নম্বরটি (০১৩০৪- ১৬০২৮০) এ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা/কর্মচারীর না। তাই চিঠিতে প্রতারণাকারী মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয়।

আরএমএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।