‘গুলি খেতে রাজি আছি, তবু ৩৫ এর দাবি বাস্তবায়ন করবো’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১০ অক্টোবর ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মানববন্ধন শুরু হয়। এসময় চাকরিপ্রত্যাশীরা ‘আমদের দাবি ৩৫’, ‘আমাদের দাবি মানতে হবে’ স্লোগান দেন।

মানববন্ধনে বিন্দু নামের একজন চাকরিপ্রত্যাশী সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আগামী ১৩ অক্টোবর রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ প্রজ্ঞাপন জারি করবে না আমরা মাঠে থাকবো। কোনো ধরনের প্রহসন আমরা মানবো না।

তিনি বলেন, আমরা আমাদের দাবির যৌক্তিকতা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা ৩২ বা ৩৩ চাইনি। আমরা ৩৫ এর জন্য আন্দোলন করছি। ৩৫ এর নিচে একচুলও নামবো না।

আরেক চাকরিপ্রত্যাশী রুম্মান কবির বলেন, আমরা গুলি খেতে রাজি আছি। তবুও এই দাবি বাস্তবায়ন করেই ছাড়বো। ৩৫ এর নিচে একদিনও কম হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ৩৫ এর বিকল্প ভাববেন না। প্রধান উপদেষ্টা ড. ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তিনি আমাদের দাবি মেনে নেবেন।

এসএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।