প্রগতি সরণিতে পোশাক শ্রমিকদের অবরোধে তীব্র যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ অক্টোবর ২০২৪
রাজধানীর প্রগতি সরণিতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ/জাগো নিউজ

রাজধানীর প্রগতি সরণিতে গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভার, বিমানবন্দর সড়ক, উত্তরাসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি আটকে থাকে। এতে এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলরতরা।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের কর্মীরা প্রগতি সরণি সড়ক অবরোধ করেন। তাদের দাবি, বকেয়া বেতনসহ অন্যান্য সুবিধাদী।

প্রগতি সরণিতে পোশাক শ্রমিকদের অবরোধে তীব্র যানজট

জানতে চাইলে ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জিয়া জাগো নিউজকে বলেন, ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক অবরোধ ছেড়ে দেয় পৌনে ২টার দিকে। তবে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের কারণে সড়কে গাড়ির চাপ অনেক। গাড়ির চাপ কমতে কিছুটা সময় লাগবে।

টিটি/এমআইএইচএস/এমএমএআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।