অবহেলায় ডেঙ্গু কাড়ছে ঢাকার মানুষের প্রাণ: তাবিথ আউয়াল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১০ অক্টোবর ২০২৪

সিটি করপোরেশনের অবহেলায় এডিস মশা ঢাকাবাসীর প্রাণ কেড়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবীতে বুধবার (৯ অক্টোবর) এক গণসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ৯ অক্টোবর ‘ঢাকায় ভেঙে পড়েছে মশক নিধন কার্যক্রম, ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু’ শীর্ষক শিরোনামে জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তাবিথ আউয়াল বলেন, ঢাকার সিটি করপোরেশনগুলোর অবহেলায় ডেঙ্গু এখনো কেড়ে নিচ্ছে ঢাকাবাসীদের প্রাণ। এই মহামারি রুখে দিতে সিটি করপোরেশনের উদ্যোগে কার্যকর মশক নিধনের পাশাপাশি প্রয়োজন নগরবাসীর সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধের শিক্ষা। এজন্য এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নগরবাসীর যে কোনো প্রয়োজনে তিনি এবং তার দল বিএনপি সবসময় তাদের পাশে থাকতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এমএমএ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।