চট্টগ্রাম বন্দরে ৮ যানবাহনকে ৭৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে দ্বিতীয় দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ যানবাহনকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

অভিযানে ফিটনেস ও ট্যাক্সটোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ অ্যান্ড জে ট্রেডার্সের ৭টি ট্রেইলারকে ৭০ হাজার টাকা এবং এক ট্রেইলার চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল ফরহাদ ও এমিল চাকমা অংশ নেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক।

এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইফ পাওয়ার টেকের ১০টি যানবাহনকে তিন লাখ টাকা জরিমানা করে বিআরটিএ।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।