নন-ক্যাডার সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১০ জন প্রশাসনিক কর্মকর্তা (এও)। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কৃষি মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, পরিকল্পনা বিভাগের ছাবিনা ইয়াছমিন ও মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকী, স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ ইসমাইল ও জাফর আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাজহারুল ইসলাম, ডাক ও টেলিযোগ বিভাগের আবুল হাসেম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ কে ব্রোহী মিঞা, অর্থ বিভাগের মোহাম্মদ আবদুল্লা আল মামুন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মো. মনজুরুল ইসলাম।

বর্তমানে নন ক্যাডার সহকারী সচিবের সংখ্যা ১২৬ জন।

আরএমএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।