বাবার সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর বিষপান

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৬ অক্টোবর ২০২৪
পড়াশোনা নিয়ে বকাঝকা করায় বিষপান করেন কলেজছাত্রী/ প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে অদিতি রাণী দে (১৮) নামের এক কলেজছাত্রী বিষপানে মারা গেছেন। পড়াশোনা নিয়ে বকাঝকা করায় বাবার সঙ্গে অভিমান করে বিষপান করেন তিনি।

রোববার (৬ অক্টোবর) ভোরে বিষপান করেন অদিতি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অদিতির বাবা লিটন চন্দ্র দে বলেন, অদিতি ঢাকার এক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুর্গাপূজায় শাড়ি চাইলে তাকে সেটা কিনে দেই। তবে অদিতির এক কলেজ শিক্ষক আমাকে তার পড়ালেখার বিষয়ে অভিযোগ করেন। এ বিষয়ে আমি অদিতিকে শাসন করি ও পড়াশোনায় মনোযোগী হতে বলি। এতে সে অভিমান করে বিষপান করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।