চমেক হাসপাতালে তিন দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:১১ এএম, ০৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ। তারা রোগীদের সঙ্গে নানারকম হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ প্রশাসনিক ভবন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন দক্ষিণ চরতী গ্রামের সুধীর মাস্টার বাড়ির মৃত খোগেন্দ্র দাসের ছেলে বাদল দাস (৫১), সীতাকুণ্ড থানাধীন মধ্য সলিমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন(৩৫) এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন নাটেশ্বর হাজী বাড়ির মৃত খেফায়েত উল্লাহর ছেলে মোশারফ হোসেন (৩৪)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দালালরা রোগীদের নানা হয়রানি করে। হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।