দিল্লি ছাড়া ৩ দেশে বুলগেরিয়ার ভিসা আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ০৫ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

বুলগেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে নয়াদিল্লির বুলগেরিয়ান দূতাবাস ছাড়াও ইসলামাবাদ, হ্যানয় ও আস্তানায় বুলগেরিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে লিখেছে, বাংলাদেশি শিক্ষার্থীরা বুলগেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন কিন্তু নয়াদিল্লিতে ভিসা আবেদনে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তারা এখন হ্যানয়, ইসলামাবাদ বা আস্তানায় বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

হ্যানয়-ব্যাংককের রোমানিয়া দূতাবাসে স্টুডেন্ট ভিসার আবেদন করা যাবে

পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো বাধা ছাড়াই বিদেশে শিক্ষা গ্রহণে উৎসাহিত করার জন্য এই তথ্যটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে।

সাশ্রয়ী মূল্যে টিউশন ফি, মানসম্পন্ন শিক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর সুযোগের কারণে গত কয়েক বছরে বুলগেরিয়া উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের গন্তব্যে পরিণত হয়েছে।

আইএইচআর/এমকেআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।