তেলবাহী ট্যাংকারে আগুন, ৪৮ ক্রুকে উদ্ধার করল কোস্টগার্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের বহিঃনোঙরে তেলবাহী ট্যাংকারে আগুনের ঘটনায় ৪৮ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৫ অক্টোবর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাত ১২টা ৪০ মিনিটে চট্টগ্রামের বহিঃনোঙরে অবস্থানরত বিএসসির তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোস্ট গার্ড টাগ বিসিজিটি প্রমত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ কার্যক্রম শুরু করে।

লেফটেন্যান্ট সিয়াম বলেন, তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলার চারটি উদ্ধারকারী দল এবং কোস্ট গার্ডের তিনটি মেটাল শার্ক ঘটনাস্থলে গিয়ে জাহাজের ৪৮ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

উদ্ধারকৃত ক্রুদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে কোস্ট গার্ড টাগ বিসিজিটি প্রমত্ত, বাংলাদেশ নৌবাহিনীর টাগ এবং চট্টগ্রাম বন্দরের টাগের দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, অগ্নি নির্বাপনী ও উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিটি/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।