বাবা-মায়ের পর মারা গেলো অগ্নিদগ্ধ শিশু বায়জিদও

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৪ অক্টোবর ২০২৪

রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মো. বায়জিদ (৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা টোটন ও বুধবার রাতে মা নিপা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত দশটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশু বায়জিদের মৃত্যু হয়।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় বাবা, মা ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বায়জিদের শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার বাবা টোটন ও মা নিপার মৃত্যু হয়েছে।

নিহত বায়জিদের মামা মানিক জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ছাতিরচর গ্রামের। বায়জিদ ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

কাজী আল আমিন/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।