চট্টগ্রামে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৪ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে সাইদুর রহমান খোকা নামে এক শ্রমিক লীগকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালখালী থানার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুর রহমান খোকা বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমান খোকাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমডিআইএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।