ইসি ভবনে বিদ্যুৎ খরচ কমেছে এক-তৃতীয়াংশ, বোতলের পরিবর্তে জগে পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৩ অক্টোবর ২০২৪
নির্বাচন ভবন/ ফাইল ছবি

বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে গঠিত কমিটির বিভিন্ন পদক্ষেপের ফলে নির্বাচন ভবনে বিদ্যুৎ খরচ কমেছে। গত জুন মাসের তুলনায় পরের মাসগুলোতে বিদ্যুতের ব্যবহার কমেছে গড়ে প্রায় এক-তৃতীয়াংশ। ফলে কমেছে খরচও।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমের দিকনির্দেশনায় নির্বাচন ভবনে বিদ্যুৎ সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া সচিবের নির্দেশনায় নির্বাচন ভবনে কোনো বোতলজাত পানি ব্যবহার করা হচ্ছে না। মিটিং রুমসহ সব কক্ষে জগ-গ্লাসের মাধ্যমে খাবার পানি দেওয়া হচ্ছে। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি কমছে পরিবেশের ক্ষতি।

এমওএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।