অবসরে গেলেন শিল্পাঞ্চল পুলিশের এএসপি গণেশ গোপাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৩ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) গণেশ গোপাল বিশ্বাসকে অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২ অক্টোবর তাকে অবসর দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) গণেশ গোপাল বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট থেকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪৪(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে গণেশ গোপাল বিশ্বাস দীর্ঘদিন ধরে ডিএমপির মোহাম্মদপুর, শেরেবাংলা নগরসহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

টিটি/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।