বৃষ্টিতে পিচ্ছিল ছাদ থেকে নিচে পড়ে গাড়িচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৩ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর গুলশানের নর্দা কালাচাঁদপুর এলাকার একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মো. রিপন (৪০) নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিপনের স্ত্রী বৃষ্টি বলেন, আমার স্বামী পেশায় গাড়িচালক। রাতে বাসায় আসার পর ছাদে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং ছাদ পিচ্ছিল ছিল। কিছুক্ষণ পর আমরা চিৎকার শুনতে পাই। নিচে গিয়ে দেখি আমার স্বামী পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে মৃত্যু হয়।

মো. রিপনের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার কাটলী গ্রামে। বাবার নাম অ্যাডভোকেট গোমেজ। ঢাকায় কালাচাঁদপুরে ভাড়াবাসায় থাকতেন তিনি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।