কোন কোন বিভাগে কম বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অফিস
বর্ষার বিদায়কালে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। দেশের ৪ বিভাগে অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস থাকলেও ৩ বিভাগে বৃষ্টিপাত কমেছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত কম হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, আজ বুধবার এই তিন বিভাগের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ঢাকা, খুলনা বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ও রাজশাহীতে কম বৃষ্টি হতে পারে। এছাড়া বাকী বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
জানা গেছে, মঙ্গলবার দেশে সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দীপে। সর্বোচ্চ ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মোংলায়।
আরএএস/এসএনআর/এমএস