গ্যাস লিকেজ থেকে আগুন

হাসপাতালে মারা গেলেন স্বামী, স্ত্রী-সন্তানের অবস্থাও আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০২ অক্টোবর ২০২৪
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ ফাইল ছবি

রাজধানীর শুক্রাবাদের এক বাসায় গ্যাসে লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ মোহাম্মদ টোটন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় টোটনের স্ত্রী নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩) এখনো চিকিৎসাধীন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে শিশু সন্তানসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, শুক্রাবাদ এলাকা থেকে তিন বছরের শিশুসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মো. টোটন চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। টোটনের স্ত্রী ও শিশুসন্তান এখনো চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের মামা শামীম জানান, টোটন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সাথীরচর গ্রামের মো. মনির আহমেদের সন্তান। তিনি ঢাকায় ব্যবসা করতেন। পরিবার নিয়ে শুক্রাবাদ এলাকায় বসবাস করতেন।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।