ফেনীতে আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা ওসমান গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০১ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ফেনী ছাত্রলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

ফেনীতে আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা ওসমান গ্রেফতার

তিনি বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, গুলি চালানো ব্যক্তি ছিলেন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন।

তাকে ঘটনার পর থেকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাবের এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।