ভারতে মহানবি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্বনবির অপমান-মানবে না মুসলমান’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘তেরা মেরা রিশতা কেয়া-লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘ভারতের দালালেরা-হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের নবিকে (সা.) সব থেকে বেশি ভালোবাসি। তার অপমান আমরা সহ্য করবো না। কেয়ামতের দিন আমাদের বাবা মা’রাও ইয়া নফসি ইয়া নফসি বলবেন। শুধু রাসুল (সা.) বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা সেই নবির কোনো অপমান সহ্য করবো না।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য এলাকা ত্যাগ করেন।

ভারতের মহারাষ্ট্রে সম্প্রতি মহানবিকে (সা.) অবমাননার অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে মুম্বাইয়ের উদ্দেশ্যে লংমার্চের ডাক দিয়ে হাজার হাজার মুসলিম মুম্বাই ঘেরাও করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও প্রতিবাদ হয়।

এমএইচএ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।