‘বহুমুখী টেকসই উন্নয়নে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

উন্নয়নকে উত্সাহিত করতে বহুপাক্ষিক সহায়তা ব্যবস্থা শক্তিশালীর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বহুমুখী উন্নয়ন প্রক্রিয়াটি নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তহবিলের সম্প্রসারণ ও বিভাজন, তহবিলের গুণমান সম্পর্কে উদ্বেগ রয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এবং উন্নয়ন (ওইসিডি) যৌথভাবে ‘বহুমুখী উন্নয়ন অর্থায়ন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

ওয়েবিনারে বিশেষজ্ঞরা বহুপাক্ষিক উন্নয়নের কার্যকারিতা অর্জনের জন্য উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ছাড়াও ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রিসার্স ফেলো সৈয়দ ইউসুফ, এসপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল প্রমুখ।

স্বাগত বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বহুমুখী টেকসই উন্নয়নে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবেদনের তথ্য বলছে, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়ন ব্যবস্থা ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের (এমডিবি) সম্প্রসারণ প্রয়োজন।

সিপিডির রিসার্স ফেলো সৈয়দ ইউসুফ বলেন, অর্থনৈতিক মন্দা, দুর্যোগ, যুদ্ধসহ নানান কিছু বৈশ্বিক অর্থনীতিকে সমস্যায় ফেলছে। বাংলাদেশ ছাড়াও অন্যান্য উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বৈদেশিক ঋণ বেশ গুরুত্বপূর্ণ। যা আমাদের উন্নয়ন প্রকল্পে প্রয়োজন হয়। আবার এ ধরনের ঋণ আমাদের অর্থনীতিতে অনেক দুর্বলতা তৈরি করেছে।

এসএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।