হয়রানির ভয়ে মানুষ তথ্য চায় না: ইফতেখারুজ্জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মতবিনিময় সভায় বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

হয়রানির ভয়ে সাধারণ মানুষ কোনো সরকারি সংস্থার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চায় না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘মানুষ তথ্য চায় না, কারণ মানুষ জানে তথ্য চাইলে হয়রানির শিকার হতে হয়। মানুষ তথ্য চায় না, কারণ তারা জানে তথ্য চাইলে পাওয়া যায় না; বরং নিরাপত্তার ঘাটতি দেখা দেয়।’

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোয় আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে- সাধারণ মানুষ যেন তথ্য নিতে উৎসাহী হয়। অনেক অর্জন হয়েছে। সাধারণ মানুষ তথ্য জানতে চায় না। সবার মধ্যে এই আইনটি চালু করতে হবে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।’

তিনি বলেন, ‘সিকিউরিটি এজেন্সিগুলো ছিল তথাকথিত, তারা মানুষের অধিকার ক্ষুণ্ন করেছিল। এখনো আশানুরূপ প্রাতিষ্ঠানিক উন্নয়ন হয়নি, আমাদের আরও এগিয়ে যেতে হবে। যারা সত্য কথা বলেন তাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এক ধরনের কর্তৃত্ববাদী থেকে ভিন্ন কর্তৃত্ববাদীর দিকে ধাবিত হতে হবে কি না সেটাও দেখতে হবে। তরুণ শক্তির সম্ভাবনা বাস্তবায়ন করতে হবে।’

এমওএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।