বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান

আইএসপিআর জানায়, এ সময় আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হ্যারিস বিন ওথমান, ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, মায়ানমারের রাষ্ট্রদূত কিউ অং মোয়েক, ফিলিপাইনের জুনিয়র রাষ্ট্রদূত লিও টিটো এল. আউসান, সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশনার মাইকেল লী, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাম্যাওডী সুমিটমোর, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুংসহ কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।