বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪
বায়তুল মোকাররমের সামনে নামাজের আগে মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করছে পুলিশ

আজ শুক্রবার জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করে প্রবেশ করানো হচ্ছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন:

বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

খিলগাঁও জোনের সহকারী কমিশনার (পেট্রোল) কাজী ওয়াজেদ জাগো নিউজকে বলেন, আজকে নির্দ্রিষ্ট কোনো প্রোগ্রাম নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে। এছাড়াও ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো বিক্ষোভ মিছিলের সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

আরএএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।