হাতিরঝিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রনিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তুরাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২৪ আগস্ট হাতিরঝিল থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রনি তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তুরাগ ও হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার মামলায় রনিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

টিটি/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।