অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রশংসায় ফলকার টুর্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের অব্যাহত সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে টুর্কের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশে ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সামগ্রিকভাবে মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এসময় হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রশংসায় ফলকার টুর্ক

প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও পরবর্তীতে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক ফলকার টুর্ককে উপহার দেন।

আইএইচআর/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।