ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪
ঢাকায় সারাদিন বৃষ্টি থাকতে পারে আজ/ছবি জাগো নিউজ

সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গতকাল বুধবার থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজও। আজ বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে ঝিরঝির বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে জানিয়েছেন, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে, মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে। আজ সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে।

এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে। এছাড়াও দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাস্তায় মানুষ ও গণপরিবহনে উপস্থিতি কম দেখা গেছে।

আরএএস/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।