চট্টগ্রামে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম অভিযান চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- মো. শাহাদত হোসেন ও আব্দুল কাদের।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে হাতেনাতে দুজনকে আটক করা হয়। এসময় দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইনে মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী।

এএজেড/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।