পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টবিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে পিপিএ সংক্রান্ত বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বিউবোর প্রাইভেট জেনারেশন দপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফজলুল হক।

কর্মশালায় ক্যাপাসিটি পেমেন্ট এবং বিদ্যুৎ সেক্টরের চলমান বিভিন্ন চুক্তি ও এ সম্পর্কিত আইন বিষয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টাস অব বাংলাদেশের (এফইআরবি) সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ সচিব। কর্মশালা শেষে সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।