চট্টগ্রামে হাতির আক্রমণে একরাতেই নিহত দুজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে পৃথক ঘটনায় একই রাতে হাতির আক্রমণে নারীসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পের খোশাল তালুকদারের বাড়ি ও পূর্ব বৈরাগ গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক ৪ নং ওয়ার্ডের মুজিবুল হকের ছেলে মো. দুলাল (৬০) ও বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহানা বেগম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাতির একটি পাল গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পে আক্রমণ চালালে দুলাল মারা যান। অন্যদিকে, বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাত ১টার দিকে টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে হাতির পায়ের চাপায় মারা যান রেহানা বেগম।

এএজেড/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।