বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে বৃষ্টি বাড়তে পারে। তবে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক জাগো নিউজকে বলেন, পূর্বাভাস অনুযায়ী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মৌসুমি লঘুচাপ। তবে সমুদ্রবন্দরগুলোতে এখনো সতর্ক সংকেত দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

আরএএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।