পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি।

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন হেনচজ পিগনানি এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সুইস রাষ্ট্রদূত মানবাধিকার, শ্রম আইন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ইস্যুতে তাদের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। অর্থনৈতিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করতে তিনি আগ্রহের কথা জানান। বিশেষত ইন্স্যুরেন্স খাতে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

উপদেষ্টা সুইস রাষ্ট্রদূতকে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, উৎপাদনশীলতা বাড়াতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য সক্ষমতা বৃদ্ধিতে আমাদের কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। সুইজারল্যান্ড এ ব্যাপারে সহযোগিতা করতে পারে।

এছাড়া উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ট্যারিফ কমানোর আহ্বান জানান।

এমওএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।