রোজা শুরু হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৯ জুন ২০১৪

আগামী সোমবার থেকে বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু হবে। আজ রোববার থেকে শুরু হবে তারাবির নামাজ। প্রথম রোজায় সেহরির শেষ সময় ৩:৪২ মিনিট ও ইফতারের সময় ৬: ৫৩ মিনিট। হিসেব করলে দেখা যায় সেহরি ও ইফতারের সময়ের ব্যবধান প্রায় ১৫ ঘন্টা। এবছর প্রতিটি রোজাই প্রায় ১৫ ঘন্টা করে হবে।

শনিবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সোমবার থেকে পবিত্র মাহে রমজান শুরুর সিদ্ধান্তের কথা জানানো হয়।

রমজান উপলক্ষ্যে দেশের সব অফিসের দাপ্তরিক কাজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ০৯-০৫টা দাপ্তরিক কাজের সময়সূচির পরিবর্তে নতুন সময়সূচি করা হয়েছে ০৯.৩০-৩.৩০ মিনিট পর্যন্ত।

এদিকে, সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ আফ্রিকার তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, মিশর, সুদান এবং এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়ও রোববার থেকে রমজান শুরু হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় রোজা শুরু করছে রোববার থেকে। রমজান উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছাও জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।