প্রথমবার শুক্রবারে চললো মেট্রোরেল, উপচেপড়া ভিড়েও খুশি যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবারও মেট্রোরেল চলাচল শুরু/জাগো নিউজ

চালু হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো সপ্তাহের সাতদিনই চলতে শুরু করেছে মেট্রোরেল। ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলে চলাচল করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন নগরবাসী। অফিস আদালত বন্ধ থাকলেও এদিন মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেশ কয়েকটি মেট্রোরেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশন থেকেও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দ্রুত সংস্কার শেষে এই স্টেশন চালু করে দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই স্টেশন থেকে চলাচলকারী যাত্রীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। তবে সপ্তাহের বাকি ছয়দিন আগের মতোই সকাল থেকে চলবে মেট্রোরেল।

আরও পড়ুন

এদিন প্রতিটি স্টেশনেই যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ছুটির দিন তেমন প্রয়োজন না থাকলেও মেট্রোরেল চলাচল করায় বের হয়েছেন অনেকে। ব্যক্তিগত কাজ ছাড়াও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। দ্রুত গন্তব্যে যেতে পারায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।

jagonews24

উত্তরা যাওয়ার জন্য কাজীপাড়া স্টেশনে অপেক্ষা করছিলেন এক যুবক। সেখানে কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, ছুটির দিন মেট্রোরেল চালু করায় আমাদের জন্য ভালো হয়েছে। বাসে যেতে অনেক সময় লাগে, কিন্তু মেট্রোরেলের দ্রুত যাওয়া যাবে, সে কারণেই ছুটির দিনে বের হয়েছি। তুলনামূলক অল্প টাকায় কাজীপাড়া স্টেশন চালু করায় এবং শুক্রবার মেট্রোরেল চালু করে দেওয়ায় এই সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আরেকটি স্টেশনে এক যাত্রী বলেন, শুক্রবার মেট্রোরেল চলাচল না করায় আগে আমাদের সমস্যা হতো। ছুটির দিন পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক সমস্যা হতো। কিন্তু এখন থেকে ভোগান্তি ছাড়াই শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়া যাবে।

তবে শুক্রবার সকাল থেকে মেট্রোরেল না চলাচল করায় কিছুটা আক্ষেপ জানিয়েছেন অনেক যাত্রী। শুক্রবারও সকাল থেকেই মেট্রোরেল চালুর দাবি জানিয়েছেন তারা। এতে করে পুরো সপ্তাহে কর্মব্যস্ত নগরবাসী ছুটির দিন নিজেদের মতো করে চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন তারা।

এদিকে শুক্রবার থেকে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন চালু হলেও ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন বন্ধু রয়েছে। সংস্কারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন। দ্রুত কাজ শেষ করে এই স্টেশন চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।