তাস দিয়ে জুয়া খেলা, কারওয়ান বাজার থেকে গ্রেফতার ১৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪
প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জুয়া খেলার অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ।

তারা হলেন, মো. কবির হোসেন, মো. কাউসার, মো. জাকির হোসেন, মো. মহিউদ্দিন, মো. আনু, মো. ইয়াকুব আলী, মো. সাইফুল ইসলাম, মো. রিপন, মো. সুন্দর আলী, মো. রাসেল মিয়া, মো. মাসুম বিল্লাহ, মো. সুজন মিয়া, মো. মামুন, আ. করিম, মোশারফ হোসেন, মো. আলী ও মো. মজিবুর রহমান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ওই ১৭ জন কারওয়ান বাজারের এসি ভবনের ৬ষ্ঠ তলায় তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার টহল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

টিটি/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।