মগবাজার ফ্লাইওভার নির্মাণ শেষ হবে অক্টোবরে


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের মগবাজার অংশের কাজ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল ১১টায় মগবাজারে জনদূর্ভোগ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে ফ্লাইওভারের নিচে রাস্তা মানুষের চলাচলের উপযোগী করতে ফ্লাইওভারের প্রজেক্ট ডিরেক্টরকে (পিডি) নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্লাইওভার নির্মাণ কাজ শুরুর আগে আমাদের উচিত ছিল জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করা। বনানী ফ্লাইওভার নির্মাণের সময় সেনাবাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখায় সেখানে কোনো সমস্যা হয় নি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে। এখানে মূল সমস্যা ট্রাফিক ব্যবস্থাপনা।

এব্যাপারে এলজিইডি মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি মোজাম্মেল হক বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ দেখভাল করছে এলজিইডি মন্ত্রনালয়।  এখানে সমস্যা হলো, রাস্তার নিচ দিয়ে অসংখ্য তার ও পাইপ লাইন রয়েছে। এসবের কারণে নির্মাণ কয়েক দফায় ব্যাহত হয়েছে। শেষে বাধ্য হয়ে ফ্লাইওভারের নকশাও পরিবর্তন করতে হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।