শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের রিয়াল ও দিরহামসহ জাকির হোসেন (৪০) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এসএসআই) বিভাগের সদস্যরা।

শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, আটক ব্যক্তি ইউএস বাংলার দুবাইগামী এক আন্তর্জাতিক ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। ইউএস বাংলার এই ফ্লাইটটির ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবার কথা। এসময় গোয়েন্দারা তল্লাশি চালিয়ে তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম জব্দ করে। বাংলাদেশি টাকায় এর মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। আটক যাত্রী মধ্যপ্রাচ্যে যাতায়াতের মাধ্যমে বিদেশি মুদ্রাসহ অন্যান্য পাচারকার্যে জড়িত বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।

ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এএজেড/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।