মোহাম্মদপুরে কুপিয়ে হত্যা
বাঁচার জন্য বাসায় ঢুকেও রক্ষা হলো না তরুণের
রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শাহাদাত হোসেন (২০)।
জানা গেছে, দুর্বৃত্তদের থেকে বাঁচার জন্য শাহাদাত হোসেন দৌড়ে একটি বাসায় ঢুকে পড়েন। তবে বাসায় ঢুকেও শেষ রক্ষা হয়নি তার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকার গ্রিনভিউ হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
তিনি বলেন, শাহাদাত নামের একজনকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শাহাদাতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাম্পানগর এলাকায়।
হামলার পরে স্থানীয়রা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিটি/এমএইচআর