বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হত্যা মামলায় সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে (৭৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, আবদুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে গ্রেফতার করা হয়েছে।

তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। একই রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।