ডিসি-ইউএনও কার্যালয়ের গাড়ি চালকদের চাকরি স্থায়ী করার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত গাড়ি চালকরা চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় গাড়ি চালকদের পক্ষে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মো. আরিফ হোসেন একদফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেমন- নির্বাচন, উপ-নির্বাচন, মোবাইল কোর্ট, প্রটোকল, অভিযান পরিচালনাসহ বিভিন্ন ধরণের দুর্যোগে কাজ করেছি। বিশেষ করে করোনা মহামারীর সময়েও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বিভিন্ন দপ্তরের স্থায়ী সরকারি গাড়ি চালকদের মতো কোনো সুযোগ-সুবিধা পাইনা। আমাদের কোনো ওভার টাইম নেই। শুধুমাত্র নামমাত্র মজুরির ভিত্তিতে আমরা কাজ করছি। বর্তমান বাজারদর অনুযায়ী এই মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে সমাজে বসবাস করার সুযোগ নেই।

তিনি বলেন, আমাদের মধ্যে অনেকেই প্রায় তিন বছর ধরে কোনরকম বেতন-ভাতা পাচ্ছে না। প্রশাসন ক্যাডারে গুরুত্বপূর্ণ পদের সহযোগী হিসেবে থেকেও সব সরকারের কাছেই অবহেলিত। কথায়-কথায় চাকুরিচ্যুত হওয়ার হুমকির পাই।

ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মো. সাইদ কাওছার বলেন, দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে কাজ করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছি। দৈনিক মজুরিখাত থেতে রাজস্বখাতে স্থানান্তরের মাধ্যমে আমাদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানাচ্ছি।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মো. আলাউদ্দিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক আবু তালহাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার ডিসি ও ইউএনও অফিসের গাড়ি চালকরা।

এনএস/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।