শেরপুরে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় শেরপুরে সুফিয়া (৪০) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার জোড়া পাম্পের সামনে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাসের চাপায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমরান হাসান রাব্বী/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।